Best 4 Mobile Phones Under 13000 Taka (January 2023)
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসে হাজির হলাম এই মুহূর্তে ১৩ হাজার টাকা বাজেটের অফিসিয়ালি সেরা চারটি এন্ড্রয়েড ফোন। যেগুলো দিয়ে আপনারা হালকা পাতলা গেমিং, ক্যামেরা পারফরমেন্স সহ লংটাইম কমফর্টেবল ভাবে ব্যাবহার করতে পারবেন।
আমাদের লিস্টে থাকা চারটি ফোনের মধ্যে নাম্বার চার এ রয়েছে Realme C33.
চলুন এক নজরে মোবাইলটির কনফিগারেশন দেখে নিই...
Realme C33 Specification | |
---|---|
Processor | Unisoc T612 |
Display | 6.5" IPS LCD | HD+ |
Primary Camera | 50 MP+VGA |
Secondary Camera | 5 MP |
RAM | 3 GB | Type: LPDDR4X |
Storage | 32 GB | Type: EMMC 5.1 |
Battery | 5000 mAh |
Price | 12,999 Bangladeshi Taka |
এই ফোনটি সিলেকশনের অন্যতম প্রধান কারণ হলো, যারা হালকা পাতলা গেমিং করেন। স্পেশালি ফ্রি ফায়ার টাইপের গেম খেলেন তারা মোটামুটি এই ফোনে গেম প্লে করতে পারবেন। যদিও এটা ৪জিবি রেম এর ফোন না। তাই অনেক লং সময় ধরে গেম প্লে করতে পারবেন না। হালকা পাতলা খেলতে পারবেন।
অন্যদিকে ফোনটির Ui পারফরমেন্স অনেক ভালো। এবং লং টাইম চার্জ ব্যাকআপ থাকার কারণে ইউজ করে মজা পাবেন।
তারপর আমাদের লিস্টে থাকা নাম্বার ৩ এ আছে Symphony Z47.
ফোনটির ব্যাপারে কথা বলার আগে চলুন এর কনফিগারেশন গুলা একবার দেখে নিই...
Symphony Z47 Specification | |
---|---|
Processor | Unisoc T606 |
Display | 6.6" IPS LCD | HD+ |
Primary Camera | 52 MP UHD |
Secondary Camera | 8 MP |
RAM | 4 GB | Type: LPDDR4X |
Storage | 64 GB | Type: EMMC 5.1 |
Battery | 5000 mAh |
Price | 11,499 Bangladeshi Taka |
এই ফোনটিতে গেমিং করে যতেষ্ট মজা পাওয়া যাবে যেহেতু Unisoc এর T606 প্রসেসর রয়েছে। তার পাশাপাশি ৪ জিবি রেম রয়েছে। ক্যামেরা পারফরমেন্স ও মোটামুটি ঠিকঠাক আছে।
তবে Ui টা কিছুটা নরমাল মনে হয়েছে। যদিও সিম্পনী আস্তে আস্তে তাদের Ui ইমপ্রুভ করতেছে। কিন্তু ওভারঅল এই প্রাইজ রেঞ্জের মধ্যে এই ফোনটাকে যতেষ্ট ভালো লেগেছে ।
তাই আমরা এই ফোনটা সিলেক্ট করেছি।
Related Posts
Than আমাদের লিস্টে থাকা নাম্বার ২ এ আছে Samsung Galaxy A04.
চলুন এক নজরে দেখে নেওয়া যাক Samsung Galaxy A04 ফোনের কনফিগারেশন...
Samsung Galaxy A04 Specification | |
---|---|
Processor | Mediatek Helio P35 |
Display | 6.5" PLS LCD | HD+ |
Primary Camera | 52 MP+2 MP |
Secondary Camera | 5 MP |
RAM | 3 GB | Type: LPDDR4X |
Storage | 32 GB | Type: EMMC 5.1 |
Battery | 5000 mAh |
Price | 12,999 Bangladeshi Taka |
এই ফোনটা সিলেক্ট করার প্রধান কারণ হলো স্যামসাং এর Ui টা অনেক স্মুথ। তবে একটা বিষয় বলে রাখি এটা যেহেতু ৩জিবি ৩২ জিবি স্টোরেজ এর ভ্যারিয়েন্ট। তাই আপনারা অনেক বেশি গেম খেলা বা, অনেক বেশি ফটো তুলে একসাথে রাখতে পারবেন না। সবসময় চেষ্টা করবেন ৫০% স্টোরেজ খালি রাখার। অর্ধেকের বেশি স্টোরেজ ইউজ করলে ফোনটা কিন্তু ল্যাগ করবে। এই বিষয় টা ছাড়া বাকি সবকিছু একদম ঠিক আছে ।
ওভারঅল সব পারফম্যান্স ভাল আছে। ক্যামেরা পারফরমেন্স ও স্মুথ। তাই ফোনটি আমরা সিলেক্ট করেছি।
এখন আমরা কথা বলব এই মুহূর্তে ১৩ হাজার টাকায় সবথেকে সেরা ফোন Xiaomi Redmi 10A. যেটা আমরা আমাদের লিস্টের ১ নাম্বারে রেখেছি।
ফোনটি নিয়ে কথা বলার আগে চলুন এর কনফিগারেশন গুলো জেনে নেই...
Xiaomi Redmi 10A Specification | |
---|---|
Processor | Mediatek Helio G25 |
Display | 6.5" PLS LCD | HD+ |
Primary Camera | 13 MP+2 MP |
Secondary Camera | 5 MP |
RAM | 4 GB | Type: LPDDR4X |
Storage | 64 GB | Type: EMMC 5.1 |
Battery | 5000 mAh |
Price | 12,999 Bangladeshi Taka |
এই ফোনটা আমাদের লিস্টের নাম্বার ১ এ রাখার প্রধান কারণ হলো ৪জিবি রেম ৬৪জিবি স্টোরেজ। যা আপনার লং টাইম ফোন ইউজের জন্য অনেক কাজে দিবে। কারণ যত দিন যেতে থাকবে তত ফোনের স্টোরেজ যখন ফিলাপ হতে থাকবে তখন ফোন হ্যাং করবে ল্যাগ করবে।
সো, ৬৪ জিবি স্টোরেজ হওয়ার কারণে আপনি কমফর্টেবল ভাবে ইউজ করতে পারবেন। অনেক ছবি ও তুলতে পারবেন। স্পেস ও ভালো পাচ্ছেন। তার পাশাপাশি ফ্রী ফায়ার টাইপ গেম গুলোয় ভালো পারফরম্যান্স পাবেন ৪জিবি রেম থাকার কারণে।
আরেকটা বিষয় হলো এই ফোনটার Ui পারফরম্যান্স ও অনেক স্মুথ। তাই আমরা এই ফোনটা নাম্বার ১ এ রেখেছি।
সো, এই ছিল আমাদের আজকের আর্টিকেল। আজকের এই ১৩ হাজার টাকায় সেরা ৪টি ফোনের মধ্যে আপনার কোন ফোনটি ভালো লেগেছে তা নিচে কমেন্ট করে জানাবেন।।। 😊